২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিশুদের নিয়ে জমজমাট পরিবেশ উৎসব

-

বাংলাদেশে শিশুদের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম সিসিমপুর এবং লাইট অব হোপের যৌথ আয়োজনে গত ২৯ জুন বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ উৎসব। দিনব্যাপী এই উৎসবে শিশুরা হাতে-কলমে পরিবেশবান্ধব বিভিন্ন কাজ শেখা থেকে শুরু করে স্কুল ব্যাংকিং সম্পর্কেও ধারণা পেয়েছে। সিসিমপুর থেকে তাদের জন্য এসেছিল টুকটুকি, হালুম, শিকু আর ইকরি। শিশুরা সরাসরি তাদের সাথে অনেক মজার সময় কাটিয়েছে। আর সবশেষে ছিল কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসেমি ওয়ার্কশপের গ্লোবাল প্রোডাকশন ডিরেক্টর ভেরোনিকা উলফ, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ এবং লাইট অব হোপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ওয়ালিউল্লাহ ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: জাকির হোসেন, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান এবং পবার সম্পাদক এম এ ওয়াহেদ।
‘শিশুদের পরিবেশ উৎসব’ অনুষ্ঠানে আসা শিশুরা মূলত প্রকল্পের আওতায় তৈরি বিভিন্ন গল্পের বই পড়েছে এবং ভিডিও কন্টেন্ট দেখেছে এবং পরিবেশ নিয়ে কিভাবে পরিকল্পনা করা যায়, কিভাবে বাস্তবায়ন করা করা যায় সেটা সম্পর্কে জেনেছে। শিশুরা হাতে-কলমে শিখেছে কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে বিভিন্ন জৈব উপাদান দিয়ে প্রাকৃতিক উপায়ে সার বানানো যায় এবং গাছের জন্য কোন পোকা উপকারী আর কোন পোকা তিকর সেটা জেনেছে। লাইট অব হোপের ‘কিডস টাইম’ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের প্লাস্টিকের বোতল থেকে টাকা জমানোর ব্যাংক ও ফুলের টব বানানো শিখিয়েছে।


আরো সংবাদ



premium cement